বিদিশার কাছে

বিনয় চন্দ্র দাস

November 29, 2017
Comments: 1

সে একদিন আসবে বলেছিলো
বিদিশার কাছে,
নেশাতুর রাত কাটাবে সে নির্জন নিরালায়।
আসতে পারে নি-
কাটা বিছানো পথ মাড়িয়ে- ভীরু পায়ে।
একদিন বলেছিল সে,
একতারায় সুর তুলে অবাধ বিচরণ করবে
বিদিশার ওঠা-পড়া শরীরের উপতক্যায়…
খাদের কিনারে দাঁড়িয়ে
দিন যায় তার আশায় আশায়।
জানি আমি –
বিদিশার প্রেমিক সে
তরীখানি বাধা তার আপনার ঘাটে-
পালে হাওয়া নেই,
উজানে যাওয়ার সাহস নেই তার,
শুধু দূর থেকে ছবি আঁকে গোপন খাতায়
আশা নিরাশায়।
তারপর একদিন
হাসনুহানা ফেলে মন তার ভেসে যায়
বিদিশার কাছে হাওয়ায় হাওয়ায়।

Subscribe to our Newsletter