বাঘনখ – (নীহাররঞ্জন গুপ্ত)

বাঘনখ – (ড: নীহাররঞ্জন গুপ্ত)
লেখক পরিচিতি – ড: নীহাররঞ্জন গুপ্ত জন্ম 6 June 1911, মৃত্যু 20 February 1986 । পেশায় তিনি ছিলেন একজন চর্মরোগবিশেষজ্ঞ । দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, তিনি সেনা ডাক্তার হিসেবে কাজ করেন এবং বিশ্বের বিভিন্ন অংশে ঘুরেছেন । তিনি চট্টগ্রাম, বার্মা ও মিশরে কাটিয়েছেন এই সময় । যুদ্ধের পর তিনি চর্মরোগবিশেষজ্ঞ হিসাবে যুক্তরাজ্য থেকে স্নাতকোত্তর পাশ করেন । আঠার বছর বয়সে তিনি তার প্রথম উপন্যাস রাজকুমার লেখেন । কিরীটী রায় তাঁর তৈরি বিশেষ চরিত্র । তাঁর লেখা সবচেয়ে জনপ্রিয় কয়েকটি উপন্যাস হল উল্কা, বাদশা, লালুভুলু, উত্তর ফাল্গুনী, ময়ুরমহল, নিশিপদ্ম, কালো ভ্রমর ইত্যাদি । এদের মধ্যে কয়েকটি নিয়ে চলচিত্র তৈরি হয় ।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Announcements

  • আপনাদের আশীর্বাদে আমাদের এই ক্ষুদ্র উদ্যোগ অষ্টম বর্ষ অতিক্রম করলো। আমরা আমাদের এই site টি নতুন ভাবে উপস্থাপন করার চেষ্টা করলাম। আপনাদের মতামত জানান আমাদের email এ (info@amarbanglakobita.com)। বিশদ জানতে contact us menu দেখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।
  • আনন্দ সংবাদ! আমাদের এই site এ এবার থেকে গল্প, অনু গল্প, প্রবন্ধ ও উপন্যাস প্রকাশিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। আপনাদের সহযোগিতা একান্ত কাম্য।

Recent Comments

Editorial Choice