পরিচয়

অমিতাভ বাগ

August 3, 2014
Comments: 0

এক পরিচয় যত্নে আমি আগলে রাখি –
এক পরিচয় – সময়ে – গোচরে বিলিয়ে থাকি |
পরিচয় তবু নানা রঙে ঝিলিক দিয়ে
রাত বিরেতে অন্য রঙে যায় হারিয়ে ।।

চিনলে বলে দিলাম তোমায় – আমার পরিচয়
মিষ্টি করে দুষ্টু কথা – বলিবার নয় ।।

তবু যখন একলা থাকি
নিশীথ পানে তাকিয়ে থাকি
বুক ভরা এক হুতাশ ফেলে
তাকিয়ে দেখি দুচোখ মেলে
– যতদূরেই ঠাই
একলা আমি একলা আমি –
কেউ কোথা বা নাই ।।
তারস্বরে জিগাই তারে –
আকাশ আমার – আকাশ আমার –
পার করে দাও ভাই –
দেবার মতো হয়ত আমার আর কিছু বা নাই –
দিলাম তোমায় আমার যত জমানো পরিচয়
পারাপারের পারানি বাবদ হয়ত বা কিছু হয় ।।

অনেক বাদে মৃদু হাসি কহিলেন তিনি
সত্য তবে কোনটা তুমি
কেমনে তোমায় চিনি ??
দাও তবে নিজ কাছে সত্য পরিচয় –
যা দিয়ে সত্য করে পারানিটুকু হয় ।।
মিথ্যা যদি সত্য কর –
এই বেলাটুক সবুর কর –
গড়িয়ে বিকেল সন্ধ্যা হলে
সূর্য্যি মামা অস্ত গেলে
হাঁক দিয়া কয় মাঝি আমায় –
এবার তবে যাই –
ভুল করে ভাই মিথ্যা দিলে
….. আর পারানি নাই ।

Subscribe to our Newsletter