Category: Agun Chai

লড়াইটা

লড়াইটা শুধু একার ছিল না।

 

লড়াইটা শুধু পেটের ছিল না –
(ছিল মাথারও,)
লড়াইটা শুধু রক্তের ছিল না –
(ছিল ঘামেরও। )
লড়াইটা শুধু – একটা ছিল না!
(ছিল অনেক। )
লড়াই টা শুধু যুক্তির ছিল না।
(ছিল আবেগ। )

 

লড়াইটা ছাড়া – আর কোনো পথ ছিল না,
(ছিল মৃত্যু।)
লড়াইটা ছাড়া -যার শেষ ছিল না।
(অবশ্য কৃত্য।)

 

লড়াই টা কখনো অস্ত্র নিয়ে নয় –
তবু – লড়াইটা বিনা রক্তেও নয়।

 

লড়াইটা মোটেই সমানে, – সমানে নয়;
লড়াইটা মোটেই শুধু, ‘একার’ – ‘আমার’ নয়।

ঋণ

আমাকে খুঁজে নেয় – কালরাত্রি আর
জলন্ত লাভার উত্তাপ।
আমার গাল ছুঁয়ে – বারুদের গন্ধ,
ভূমিষ্ঠ শিশুর অভিশাপ।
নখ আমার বিষধর – নাগসর্প ভেজা কেশ,
পঙ্কিল আবর্তে জড়ানো –
বিগলিত অশ্রুর মতো – অভিশাপ বাতাসে,
নিষ্ঠুর দু হাত বাড়ানো।

 

তোমাকে লিখতে লিখতে যদি –
দৃশ্যতই ভালোবাসি – কোনো একদিন,
শোধ দিয়ে যাবো – খরচের হিসাব,
শোধ দিয়ে যাবো সব ঋণ।

আমি নয় – ওরা

সেই এক সুর – বড় একঘেয়ে – মিনমিনে এক সুর।
অথবা সবলে উৎপাটিত কোনো –
ইতিহাসের পাতা খুঁড়ে খুঁড়ে বিবর্ণ মমির মতো।
এক – অবিনশ্বর – অদ্বিতীয় – অমোঘ।
পচা – দীর্ণ – দুস্থ – দিনের পর দিনের উদ্বৃত্ত বাসি মড়ার মতো,
এক সুর।
বড়ো প্রত্যাশিত ।
আমি নয়, আমরাও নয় – ওরা।

শব্দ-গ্রহণ

শব্দের পরে শব্দরা সব –
শব্দ করে মরে,
বাকি আরও শব্দ শুধু
বেকার গোল করে।

বীরপুরুষের শব্দ যত
কোমর বেঁধে আসে,
আমার তোমার শব্দ শুধু
আলো ছায়ায় ভাসে?

আমার সকল শব্দ ওগো,
এবার তবে জাগো।
জাগার সময় শব্দ-গ্রহণ ?!
‘ভয়’ – ক’রো নাগো।।

ভূষণ্ডির মাঠেই যদি
যুদ্ধ শুরু হয় –
একলা কেন ভেবে মরি –
শব্দ যেন হয়?

শব্দ হেথা – শব্দ ‘হোতা’ –
শব্দ যেন হয় –
শব্দ আগে – শব্দ পিছে
শব্দ-গ্রহণ নয়।।

তর্কটা ভালো

তর্কটা ভালো – এবং চলতে থাকুক।।

একলা – বড্ড ভয় লাগে – নিঃসঙ্গ লাগে –
বরং – তর্কটা ভালো – চলতে থাকুক।
একটা তবু সঙ্গী হবে –
বেশ একটু – ওম ঢেলে দেবে মোড়কে মোড়কে -।।

অচল তো ছোট থেকে বড়,
কয়েন থেকে টাকা ।
অচল তো বৃদ্ধরা – কবেই –
অচল তো প্রাচীনপন্থী আমরা সবাই ।
এই যে এতো বড় বাজার –
সবই কি বিক্রি হয় ?
কিছুই কি পড়ে থাকে না? অবশিষ্ট ? উদ্বৃত্ত?
এখন তো রেস্টুরেন্টে মাংসও অচল –
তার চেয়ে বরং –
তর্কটা চলতে থাক ।

বেশ একটু নাটুকে তাপ
– আরও উত্তপ্ত করে তোলো –
গ্লোবাল ওয়ার্মিং।
সমীহ করার মতো বারিটোন ভয়েস –
বেশ – তর্কটা চলতে থাকুক।

এটাকেও জিডিপি তে নেবে !?
না – না –
তর্কটা ভালো ।। এবং চলতে থাকুক।।

Announcements

  • আপনাদের আশীর্বাদে আমাদের এই ক্ষুদ্র উদ্যোগ অষ্টম বর্ষ অতিক্রম করলো। আমরা আমাদের এই site টি নতুন ভাবে উপস্থাপন করার চেষ্টা করলাম। আপনাদের মতামত জানান আমাদের email এ (info@amarbanglakobita.com)। বিশদ জানতে contact us menu দেখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।
  • আনন্দ সংবাদ! আমাদের এই site এ এবার থেকে গল্প, অনু গল্প, প্রবন্ধ ও উপন্যাস প্রকাশিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। আপনাদের সহযোগিতা একান্ত কাম্য।

Recent Comments

Editorial Choice