নগ্ন নিস্তব্ধতা

অমরনাথ বনিক

February 21, 2015
Comments: 1

কখনো কোনদিন একলা উদাস সকালে
তাকে যদি নিজের করে ডাকো
যে নেই সেও আসে
ক্ষমার ঔদার্যে
নিস্তব্ধ আকাশের আশ্বাসে তাকিয়ে— অঝোরে কাঁদলে যে এসেও ধরা দেয় না
তার উদাস স্পর্শতে
যদি না জানা গহনের উত্তর পেতে চাও
যদি কোনও মন-কেমনের উদাস বিকেলের চোখের জলের কারণ জানতে চাও
যদি চোখ ভেজা সন্ধের ক্যানভাসের
শেষ গন্তব্য কেন সে – জানতে চাও
তবে কখন  কোনদিন একলা উদাস সকালে
নিজের মনের নগ্ন নিস্তব্ধতাকে একটু কথা বলতে দাও।

 

 


 

Subscribe to our Newsletter