নিকোটিন

অমিতাভ বাগ

April 6, 2017
Comments: 2

বুকে যখন আমার সোনালী মেঘের আনাগোনা
ঠোঁটে যদি হয় কুয়াশা ঘন জাল বোনা –
আঙুলে শত বর্ষের নীল ছোপ বুনোট
চোখে চোখ – মৃদু সায় – ইশারায় –
ছেড়ে যায় স্মৃতিটুক – নীলাভ গুমোট –
হোগলার বন চিরে – সবুজ হলুদ – দিন –
পাতার ভিতর – তরল সোনার মতো
ভাসিয়ে দিও – নিকোটিন।

Note: We doesn’t encourage smoking or take any formation of “Tar”/“Nicotine”. Smoking causes cancer. Anyway the inner meaning of this poetry is different, where there is no direct relation with any type of smoking.

Subscribe to our Newsletter