আগুন চাই

অমিতাভ বাগ

July 11, 2015
Comments: 0
অনেক হতাশার ভিড়ে এক আত্মীয়ের মুখের মত
জীবনের অনেক সময় ভিড় করে থাকে
     তোমার সহজ হাতছানিও তখন কঠিন করে ফেলি –
অনেক – অনেক হতাশার ভিড়ে
সেই আত্মীয় খুঁজে ফিরি ।।
তারা আসবে বলে আবিরে সোহাগে মাখামাখি
আদুরে আসনে বরন সাজাই ।।
প্রদীপ জাগ-হাড়ি পুরোহিত প্রসাদ
আমার অস্থিসজ্জায় হোম –
কিন্তু –
আগুন ?
     একটু আগুন পাই কোথায় ?
আগুন জ্বালাতে জ্বালাতে প্রস্তরযুগও পেরিয়ে এসেছি আমি
একটু আগুন যদি জ্বালিয়ে দাও –
     আমি হোম হতে পারি –
     ধুপ হতে পারি –
আমি তুবড়ির মত আনন্দ দিতে পারি –
একটু আগুন –
একটু আগুন যদি জ্বালিয়ে দাও ।।

 

In PDF View

Or

Agun_Chai

 

Subscribe to our Newsletter