Month: August 2018

মোমেন্টাম

Momentum
kobita-momentum

স্বপ্নিল মুহূর্তগুলো রাতভেজা বৃষ্টির সুরে;
কিছু অবাক জলছবি হয়ে ঘুমিয়ে পড়ে;
রাস্তায় –
কাল তোমার পা ছুঁয়ে যে শিরশিরে অনুভূতি –
পাতা – বুক – চিবুক – ভেজা আকুতি;
আজ তাই – গলিত সোনার মতো –
হাওয়ায় সাথে অন্তরঙ্গ অনেকক্ষন;

তারপর;
ভিড় করে আসে আলোর মোমেন্টাম –

দুলে দুলে ওঠে ঢেউয়ের উচ্ছাস ;
হয়ত’ বা আকাশ জুড়ে একটা লাল শঙ্খ –
ফুৎকারে তার প্রলয় নিশ্চিত -!

তবু – হে শ্রাবন – এখনই ক্লান্তি নয় –
আরো কিছু – টিপ্ টিপ্ – টিপ্ টিপ্ – মেমেন্টো –
আরো কিছু – সিক্ত মোমেন্টাম।

বৃষ্টি আবার

গায়ে আমার বৃষ্টি ভেজা গন্ধ মাখা –
চোখে আমার কান্না চাপা বলি রেখা –
কে বলে যে – শুধুই আমি কাঁদতে জানি –
অঝোর ধারা বৃষ্টি মাঝে –
এই দেখো না –
কেমন আমি হাসতে জানি -!

কেমন আমার দুঃখ সুখের অঙ্ক গুলো
বৃষ্টি আবার নতুন করে নিকিয়ে নিলো
আমার সকল চাওয়া পাওয়ায় নৌকা গড়া –
পাল তুলে দি –
বান এসেছে – পালা তোরা -!

Announcements

  • আপনাদের আশীর্বাদে আমাদের এই ক্ষুদ্র উদ্যোগ অষ্টম বর্ষ অতিক্রম করলো। আমরা আমাদের এই site টি নতুন ভাবে উপস্থাপন করার চেষ্টা করলাম। আপনাদের মতামত জানান আমাদের email এ (info@amarbanglakobita.com)। বিশদ জানতে contact us menu দেখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।
  • আনন্দ সংবাদ! আমাদের এই site এ এবার থেকে গল্প, অনু গল্প, প্রবন্ধ ও উপন্যাস প্রকাশিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। আপনাদের সহযোগিতা একান্ত কাম্য।

Recent Comments

Editorial Choice