Month: May 2016

ফুলকুমারী ফুলকুমারী

ফুলকুমারী ফুলকুমারী তোর সাথে আজ আমার আড়ি।
পলাশ ছাপা বনের মাঝে একলা একলা ঘুরিস ভারী ?
ফুলকুমারী ফুলকুমারী তোর সাথে আজ আমার আড়ি।

ফুলকুমারী ফুলকুমারী –
রাগ হয় না ভারী?
শিউলি রাঙ্গা পথের ‘পরে –
দেখিস সকাল কেমন ঝরে ?
দেখিস কেমন চাঁদের আলো-
জোছন গুলো মিশিয়ে দিল –

ফুলকুমারী ফুলকুমারী তোর সাথে আজ আমার আড়ি।

ফুলকুমারী ফুলকুমারী –
দেখিস কেমন খোঁপার সাজে –
আমায় বুঝি মানায় না যে।
দেখিস আবার মুকুট পরে
সই কি তোর মনে ধরে?
যাহ –
তোর সাথে আজ আমার আড়ি-
একা একা ঘুরিস ভারী –
ফুলকুমারী ফুলকুমারী।

বৃষ্টি ভেজা এলো চুলে
মিষ্টি হাওয়ায় আঁচল তুলে
মেঘের দেশে ডানা মেলে
হারিয়ে যাস তুই আমায় ফেলে।

কত কষ্ট বুকের মাঝে
পাখির সুরে অমন বাজে
দেখিস না তুই
বুঝিস না তুই
আড়ি তবে – যা – পালা –
খেলব’ না আর – ডাকিস মেলা –
আবার কবে আমায় ফেলে –
মায়ের কোলে যাবি চ’লে!
ফুলকুমারী ফুলকুমারী –
তোর সাথে আজ সত্যি আড়ি -||

Announcements

  • আপনাদের আশীর্বাদে আমাদের এই ক্ষুদ্র উদ্যোগ অষ্টম বর্ষ অতিক্রম করলো। আমরা আমাদের এই site টি নতুন ভাবে উপস্থাপন করার চেষ্টা করলাম। আপনাদের মতামত জানান আমাদের email এ (info@amarbanglakobita.com)। বিশদ জানতে contact us menu দেখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।
  • আনন্দ সংবাদ! আমাদের এই site এ এবার থেকে গল্প, অনু গল্প, প্রবন্ধ ও উপন্যাস প্রকাশিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। আপনাদের সহযোগিতা একান্ত কাম্য।

Recent Comments

Editorial Choice