Month: February 2016

এক ঝাঁক অণু-কাব্য ৪২ (সাইদুর রহমান)

এক।। অধঃপতন না উত্তরণ

একি আজ তবে অধঃপতন না উত্তরণ
সেদিন রেস্তোরায় তরুণী এক দল
তাদের হতাশা নাকি তা কৌতূহল;
করছে মদ্য পান গদগদ চিত্তখানি
সে কি অধুনা বিলাস উল্লাস জানি
নাকি আমারই এখনও সেকেলে মন।

দুই।। কাক ডাকা ভোরে

ঐ কাক ডাকা ভোরে যেই গাত্রোত্থান
দেখতাম আকাশ বেয়ে ঐ বলাকারা
সারি বেঁধে যায় যেন তেপান্তরে তারা;
প্রায়শ: আজ শকুন চিল উড়ে গগনে
রক্তের আর লাশের গন্ধ যে সমীরণে
নেই আর ফুলে সৌরভ পাখির কলতান।

তিন।। ফুটপাতে

একি আজ তবে অধঃপতন না উত্তরণ
খবরের পাতা খুলতেই কান্নার ছবি
চাকায় পৃষ্ট নয় গুম কত মায়ের রবি;
বাঁচার তাগিদে কাজ কর্মে কচি শিশু
ফুটপাতে ঘুমায় মানুষ পাশে ঐ পশু
অর্থে বিলাস বুঝি কারো বা রক্ত বমন।

চার।। মানুষ কাঁদায় মানুষ

সর্বশ্রেষ্ঠ মানুষে কোথা আর ভালোবাসা
সেদিন দেখিনু দিশেহারা গো বাছুর
প্রসবিনী মা হারিয়ে বড়ই শোকাতুর;
সন্তান হারিয়ে কাতর এক কুকুর মা
দুধ দিতে আসে, শুনে মা ডাক হাম্বা
অথচ মানুষ কাঁদায় মানুষ,ছলনা নেশা।

বনসাই

সোনালী – সোনালী আবির মাখা রোদ –
সন্ধ্যা আদর করে নিয়ে গেছে তারে –
রাত্রির পর্ণ কুটিরে।।
আমি আকাশ জুড়ে তারই শব্দ ছবি –
কুড়ায়ে পেয়েছি –
মেহগনি পাতার ভিতর -।
এত কথা –
এত ঘর – এত নিবিড় আবেশ
অনেক – অনেক – বর্ণমালা – আর –
শব্দ জুড়ে – জুড়ে ।
সেদিনও কি সেই অবোধ বালক
দুধ ভাত মাখা হাতে –
দুধ ভাত মাখা ঠোঁটে –
মিশে যাবে তিমিরে – আঁধারে – ।।
সোনালী – সোনালী আবির মাখা রোদ –
সন্ধ্যা আদর করে নিয়ে গেছে তারে ?
রাত্রির পর্ণ কুটিরে।।

তবু কেন আকাশে বাতাসে –
এত সুর এত মেঘ –
এত বৃষ্টি বুকে –
নীল্ – ভাঙ্গা ভাঙ্গা – কবিতার মত – ।
মেঘ যদি মিশে যায় – শিশিরে শিশির ঝরে
আরবার –
মেঘ পোয়াতি রোদ্দুর সব –
সোনালী – সোনালী আবির মাখা রোদ ?
সন্ধ্যা আদর করে নিয়ে গেছে তারে –
রাত্রির পর্ণ কুটিরে।।

এসো তবে – অতিবৃধ্ধ – বটবৃক্ষখানি –
দৃষ্টি তোমার মেঘ হোক – রোদ হোক –
পৃথিবীর আড়াআড়ি সময়ের রেখা ধরে –
হামাগুড়ি দেওয়া – অলস সকাল।।
হাত ধরে তার – অবোধ বালক –
দুধ ভাত মাখা হাতে –
দুধ ভাত মাখা ঠোঁটে –
ফিরে যাক – ফিরে যাক – নিবিড় হৃদয় ।


 

Announcements

  • আপনাদের আশীর্বাদে আমাদের এই ক্ষুদ্র উদ্যোগ অষ্টম বর্ষ অতিক্রম করলো। আমরা আমাদের এই site টি নতুন ভাবে উপস্থাপন করার চেষ্টা করলাম। আপনাদের মতামত জানান আমাদের email এ (info@amarbanglakobita.com)। বিশদ জানতে contact us menu দেখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।
  • আনন্দ সংবাদ! আমাদের এই site এ এবার থেকে গল্প, অনু গল্প, প্রবন্ধ ও উপন্যাস প্রকাশিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। আপনাদের সহযোগিতা একান্ত কাম্য।

Recent Comments

Editorial Choice