Month: November 2015

মমিহৃদপিন্ডের ক্লান্তিকর চুমুক (মৌসুমী রায় ঘোষ)

নীলতিমি চোখ মেলে ।
সিন্দবাদের জাহাজ ।
জলফোয়ারা এঁকে দেয় স্বপ্নপাল ।
গভীর রক্তপাত বুকফাটা আকাশ ।
শিরায়-শিরায় জটপাকায় পাকদণ্ডী ।
কথার মাঝে হারিয়ে যায় কথারা ।
মনবাক ছুঁতে পারেনা কাঠিন্য ।
বরফের মাঝে মমিহৃদপিন্ড ।
ছন্দ ধুকধুকিহিম ।
গ্লাস গ্লাস চুমুক ক্লান্তিভার ।
ঈথারব্যাকুলতার পাতায় পাতায়
দুঃস্বপ্নের নাচানাচি ।

 


 

বলিরেখা (মৌসুমী রায় ঘোষ)

আদিম গুহার অন্ধকার দেওয়ালে
পৃথিবীর প্রথম শিল্পীর আঁচড়ে মিশে আছে বলিরেখা ।
অন্দিতে সন্ধিতে গাঁথা অভিঞ্জতা নদী
অসম্ভবের কাহীনি গর্ভে নিয়ে
বয়ে যায় অজানা গন্তব্যে ।
নদী মেশে নদীতে| শেষ নেই কোনো ।
মাঝে মধ্যে চলকে ওঠে অভিঞ্জতা ।
ভিজিয়ে দেয় পাড়ের কালো বালি ।
জটিল-কাদা-কাদা-সোঁদাগন্ধ ভরা ।
পাতাঝাঁঝি, প্ল্যাঙ্কটন আর সবুজ
সৃষ্টি করে থমথমে রহস্য ।
পিচ্ছিলতার কারণে রহস্য-সংক্রমণ হয় ।
জরা আর বলিরেখার এখানেই মিল ।
দুজনে জবুথুবু বসে দূরে চেয়ে থাকে নিষ্পলক ।
একটা ছবি ক্যানভাসে ফুটে ওঠে ।
সূর্যাস্তের সূর্য ডোবা

অথবা- শেষ সূর্যরশ্মি ।

Announcements

  • আপনাদের আশীর্বাদে আমাদের এই ক্ষুদ্র উদ্যোগ অষ্টম বর্ষ অতিক্রম করলো। আমরা আমাদের এই site টি নতুন ভাবে উপস্থাপন করার চেষ্টা করলাম। আপনাদের মতামত জানান আমাদের email এ (info@amarbanglakobita.com)। বিশদ জানতে contact us menu দেখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।
  • আনন্দ সংবাদ! আমাদের এই site এ এবার থেকে গল্প, অনু গল্প, প্রবন্ধ ও উপন্যাস প্রকাশিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। আপনাদের সহযোগিতা একান্ত কাম্য।

Recent Comments

Editorial Choice