Month: March 2015

চল যমুনায়

যদি আজ আকাশ ঘিরে মেঘ জমে 
যদি আজ বাদল ভেঙ্গে মেঘ ঝরে 
যদি আজ শিউলি ফুলে রং জমে 
যদি আজ পলাশ বনে লাজ করে –

এবার আপন মনে খেলার সাথী 
চল যমুনায় প্রেম মাখি 
হাতের পরে হাত রাখি 
চোখের পরে চোখ রাখি। 

যদি আজ –
ঘুম ছিঁড়ে মোর রাত পোয়াতি
যদি আজ –
ঘুম জুড়ে মেঘ রাত নিশুতি –
যদি এই সৃষ্টি জুড়ে ভাঙ্গন মেলা 
তবু হায় হেলায় ফেলি ছেলেবেলা। 

যদি হায় আমার আমি যায় মুছি –
                       গো যায় মুছি –
যদি হায় মরণ দিয়ে যাই বাঁচি –
                       গো যাই বাঁচি –
তবু ওগো সৃষ্টি নিয়ে খুব ছুটি – 
                      গো খুব ছুটি –
যখন আমার – নিশীথ জুড়ে রাত পোয়াতি
                     রাত নিশুতি। 

সেদিন তুমি মিথ্যা কোনো আশ্বাস দিয়ে 
এমনি করে হঠাৎ করে দাও রাঙিয়ে।

তবু যখন দুচোখ ভাঙ্গা স্বপন জোড়া 
হার মানা এই আকাশ জুড়ে আবার হারা –
মিশে যাবে – বুড়ি তাতাই – আমার আমি –
                              নদীর তীরে – 
হার মানা এই আকাশ জুড়ে –  ।

এবার তবে খেলার সাথী –
চল যমুনায় প্রেম মাখি  –
হাতের পরে হাত রাখি – 
চোখের পরে চোখ রাখি। 

 

Listen this poetry


 

Announcements

  • আপনাদের আশীর্বাদে আমাদের এই ক্ষুদ্র উদ্যোগ অষ্টম বর্ষ অতিক্রম করলো। আমরা আমাদের এই site টি নতুন ভাবে উপস্থাপন করার চেষ্টা করলাম। আপনাদের মতামত জানান আমাদের email এ (info@amarbanglakobita.com)। বিশদ জানতে contact us menu দেখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।
  • আনন্দ সংবাদ! আমাদের এই site এ এবার থেকে গল্প, অনু গল্প, প্রবন্ধ ও উপন্যাস প্রকাশিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। আপনাদের সহযোগিতা একান্ত কাম্য।

Recent Comments

Editorial Choice