Month: November 2013

Discussion – Sukher Mato Bodh

‘Kobita’ some time realised us something spacial.  সুখের মতো এক বোধ  is a special type of poetry. This ‘Kobita’ realised us that what we think for ‘our’, actually not mine. Something like illusion happens when we say this type of comment. Actually this thought is a reflection from ‘GITA’, the ever truth.

This is very holly feeling, which lead us toward the ultimate (‘মোক্ষ’) in spirituality.

Thanks a lot, to memorise again.

Hope LORD serve us this feelings, and we can leave selfishness. Be feel the lord in every people.

 

 

 

 

হারিয়ে যাওয়ার ঠিকানা

আজও ……………
সেই কয়েক সহস্র যুগের বিবর্ণ পথ’ছবি
আবালবৃদ্ধবনিতার ভিড়ে
এলোমেলো তুলির টানে
নিষ্ঠুর চাহিদার মতো নির্মম মায়াবী ৷৷

অনেক যুগের পরে আজ ভোর জেগেছে অনেক পরে
কুয়াশায় ভেসে আসা স্বপ্নের ঘোরে
তবু তো ভোর জেগেছে অনেক পরে !!

মেঠোপথে কত এলোমেলো ঢেউ টানা
কত এলোমেলো গন্তব্য
ঝড়ো হাওয়ায়
সহস্রগুন বাঁধনের নিষ্ঠুর বন্ধন
তবু হারিয়ে যাওয়ার অজস্র ঠিকানা ৷৷

এই শেষ চলা –
কখনও আর ফিরব না ৷
তবু দুহাতে দুমুঠো ফুল ছাড়ায়ে দিলাম ৷
যদি …..
অসতর্ক মুহুর্তে কোনো
চেয়ে দেখো …..
আমার
হারিয়ে যাওয়ার ঠিকানা ৷৷

 

In PDF View

Or

Hariye jaoar thikana

 


 

 

 

ফুস্ মন্তর

এক চিলতে আকাশকে ফুস্ মন্তর দিই
থাক মেঘ হয়ে – থাক – ভেসে থাক
এক দমকা বাতাসকে ফুস্ মন্তর দিই
এক মুঠো রোদ্দুরকে ফুস্ মন্তর দিই ৷

এক চিলতে আকাশ –
আয় রে তোকে ফুস্ মন্তর দিই –
এক দমকা বাতাস –
আয় রে তোকে ফুস্ মন্তর দিই –
এক মিঠেল রোদ্দুর –
আয় রে তোকে ফুস্ মন্তর দিই ।

এক শ্রাবণ হারিয়ে গেছে –
মনের কোনে হারিয়ে গেছে ।
মনের শ্রাবণ খুঁজতে গেলে –
আয়রে শ্রাবণ তোকেও আমি ফুস্ মন্তর দিই ।
বাদলা হয়ে ফিরিয়ে দাও –
বাইরে শ্রাবণ ফিরে আয় ।
তবু – মনের শ্রাবণ কোথায় পাই ॥

আয় রে শ্রাবণ আয় –
মিষ্টি একটা ফুস মন্তর দিই ॥

 

 

 


 

Announcements

  • আপনাদের আশীর্বাদে আমাদের এই ক্ষুদ্র উদ্যোগ অষ্টম বর্ষ অতিক্রম করলো। আমরা আমাদের এই site টি নতুন ভাবে উপস্থাপন করার চেষ্টা করলাম। আপনাদের মতামত জানান আমাদের email এ (info@amarbanglakobita.com)। বিশদ জানতে contact us menu দেখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।
  • আনন্দ সংবাদ! আমাদের এই site এ এবার থেকে গল্প, অনু গল্প, প্রবন্ধ ও উপন্যাস প্রকাশিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। আপনাদের সহযোগিতা একান্ত কাম্য।

Recent Comments

Editorial Choice